Study LightsStudy Lights

Blog Details

  • Home
  • Blog
  • Blog
  • পলিটেকনিকের ক্লাস এখন টিভিতে…।

পলিটেকনিকের ক্লাস এখন টিভিতে…।

পলিটেকনিকের ক্লাস এখন টিভিতে…।

ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের পলিটিকনিক ইন্সটিটিউট এর নিয়মিত ক্লাস দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রনালয়ের অধিনে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধিনে প্রথমবারের মতো চালু হচ্ছে  অনলাইন ক্লাস। এর আগে মার্চ মাসের ১৮ তারিখ থেকে বন্ধ রয়েছে পলিটেকনিক ইন্সটিটিউটের সরাসরি ক্লাসে পাঠদান। বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে কিছুদিন চললেও তা বিভিন্ন সময়ে বিভিন্ন কারনে বন্ধ হয়ে যায়;

ক্লাসে যোগদান  করা যাবে বাংলাদেশ সংসদ টিভির মাধ্যমে যেখানে নির্দিষ্ট সময়ে শিক্ষকেরা পাঠদান পরিচালনা করবে; এর পূর্বে মাধ্যমিক পর্যায়ের অনলাইন ক্লাস চালু করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রনালয়; প্রথম পর্যায়ে এই ক্লাস চলবে ৮,৯ ও ১০ সেপ্টেম্বর ক্লাস থেকে।

নিচে ক্লাসের সময়সূচি দেওয়া হলোঃ

class routine study lights

সবার আগে  পলিটেকনিকের আপডেট নিউজ পেতে স্ট্যাডি লাইটসের সাথেই থাকুন ,রেজিষ্টার করুনঃ Register

সুত্রঃ  BTEB

আরো পড়ুনঃ পলিটেকনিকে ২য় পর্যায়ের আবেদন শুরু।

Leave A Comment