Study LightsStudy Lights

Blog Details

  • Home
  • Blog
  • Blog
  • WAN সেটআপ সিসিএনএ নেটওয়ার্কিং পার্ট-১৬

WAN সেটআপ সিসিএনএ নেটওয়ার্কিং পার্ট-১৬

আজকে আমরা দেখব WA N কি এবং WAN সেটআপ কিভাবে করতে হয়;

মাঝখানে নদী ঐ বয়ে চলে যায়;
তবুও তোমার আমি পাই ওগো সাড়া;
দুটি পাখী দুটি কূলে গান যেন গায়;
মাঝখানে নদী ঐ বয়ে চলে যায়;

এখানে গুরু মান্না দের মতে দুই কুলে দুইজন গান গেয়ে  তাদের মধ্যে সাড়া পায় ;কিন্তু আপনি তো ইঞ্জিনিয়ার মানুষ আপনি কিভাবে; দুই কুলের মানুষের মধ্যে সর্ম্পক তৈরি করবেন? আপনাকে যে কাজটি করতে হবে তা হলো দুই কুলের মানুষের মধ্যে WAN সেটআপ করতে হবে;

তাই আজকে আমরা দেখব WA N কি এবং WAN সেটআপ কিভাবে করতে হয়;

WAN(Wide Area Network)

আমার তো আগেই জেনেছি যে, দূরবর্তী ল্যানসমূকে নিয়ে গড়ে উঠা নেটওয়ার্ককে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বলে; এ ধরনের নেটওয়ার্ক এর ডাটা ট্রান্সফার স্পীড ৫৬ কেবিপিএস থেকে ১.৫৪৪এমবিপিএস হয়ে থাকে; ওয়্যানের গতি ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে; এ ধরনের নেটওয়ার্কে ব্যবহিত ডিভাইসগুলো হলো রাউটার, মডেম, ওয়্যান সুইজ ইত্যাদি;

WAN সেটআপ কেন প্রয়োজন?

একাধিক দূরবর্তী নেটওর্য়াক গুলোর মধ্যে রিসোর্স শেয়ার করার জন্য WAN প্রয়োজন;ধরেন আপনার অফিসের কয়েকটি সাব অফিস বিভিন্ন স্থানে রয়েছে; এখন যদি আপনি সাব অফিস গুলোর রিসোর্স ব্যবহার করতে চান তাহলে আপনার ওয়্যান কানেক্টিভিটি প্রয়োজন;

 

 কি কি টাইপের WAN  কানেকশন হয়?
  • ডেডিকেটেড লিজড লাইন কানেশন
  • সার্কিট সুইজড কানেকশন
  • প্যাকেট সুইচড কানেকশন
ডেডিকেটেড লিজড লাইন কানেশন

ডেডিকেটেড লিজড লাইন কানেশন হলো এক জন কাস্টমার কর্তৃক ব্যবহিত হয়; কাস্টমার সার্ভিস প্রভাইডার এর নিকট থেকে নিদির্র্ষ্ট সময় এর জন্য ভাড়া নেয়; ইহা হলো সাধারণত পয়েন্ট টু পয়েন্ট কানেশন;

সার্কিট সুইজড কানেকশন

সার্কিট সুইজড কানেকশন হলো টেলিফোন কানেকশন ;এই কানেকশন একবার স্থাপন হলে  সংযোগ বিচ্ছিন্ন না হওয়া পর্যন্ত ব্যস্ত থাকে ;এই কানেকশনের সুবিধা হলো কোন ইন্টারপারেন্স নেই, ডেডিকেটেড অবস্থায় কল থাকে;ফলে সকল ব্যান্ডওয়াই ব্যবহার হয় এবং শেয়ারেই এর জামেলা নাই; তবে অসুবিধা হলো যদি জরুরী কোন স্থাপন করার প্রয়োজন হয় তাহলে তা স্থাপন করা সম্ভব নয় যদি কানেকশন ব্যস্ত থাকে ;

 

প্যাকেট সুইচড কানেকশন

প্যাকেট সুইচড কানেকশন এ  ম্যাসেজটা ছোট ছোট প্যাকেটে পরিণত হয়; এবং প্যাকেট গুলো একাধিক পথ দিয়ে গমন করে তাই কোন পথে যদি সমস্যা থাকে তাহলে অন্য পথ দিয়ে গমন করে; প্রত্যেকটি প্যাকেট এর সাথে হেডার সংযুক্ত থাকে ফলে রিসিভার হেডারগুলো দেখে দেখে ম্যাসেজ গ্রহন করে;এর প্রধান সুবিধা হলো যেহেতু একাধিক পথ থাকে ফলে রিসিভার দেরিতে হলেও ম্যাসেজ পায়; এর অসুবিধা হলো রিয়েল টাইম যোগাযোগ এর সময় কোন কাজে আসে না;

 

এতক্ষন আমরা দেখলাম WAN কি , কেন আমরা WAN কনিফগার করি এবং এই WAN  কি কি টাইপের হয়;

এখন সম্ভবতই প্রশ্ন আসে WAN  কিভাবে কনফিগার করা যায়;

 

তাই আজকে আমরা দেখব Point to Point Protocol(PPP) এর মাধ্যমে কিভাবে WAN কনফিগার করা যায়;

চলুন তাহলে শুরু করা যাক;

 

আজকে আমরা দেখবো WAN PPP কিভাবে কনফিগার করা যায় সাথে CHAP authentication

Interface configuration of R1 router configuration command line

Router>en

Router#conf

Router#configure ter

Router#configure terminal

Enter configuration commands, one per line.  End with CNTL/Z.

Router(config)#host

Router(config)#hostname R1

R1(config)#inter

R1(config)#interface ser

R1(config)#interface serial 0/0/0

R1(config-if)#ip add

R1(config-if)#ip address 192.168.12.1 255.255.255.0

R1(config-if)#cl

R1(config-if)#clock ra

R1(config-if)#clock rate 64000

R1(config-if)#no shutdown

R1(config-if)#exit

R1(config)#inter

R1(config)#interface fast

R1(config)#interface fastEthernet 0/0

R1(config-if)#ip add

R1(config-if)#ip address 192.168.10.1 255.255.255.0

R1(config-if)#no sh

R1(config-if)#no shutdown

R1(config-if)#

%LINK-5-CHANGED: Interface FastEthernet0/0, changed state to up

%LINEPROTO-5-UPDOWN: Line protocol on Interface FastEthernet0/0, changed state to up

 

Interface configuration of R2 router:

Router>en

Router#conf

Router#configure ter

Router#configure terminal

Enter configuration commands, one per line.  End with CNTL/Z.

Router(config)#host

Router(config)#hostname R2

R2(config)#inter

R2(config)#interface ser

R2(config)#interface serial 0/0/0

R2(config-if)#ip add

R2(config-if)#ip address 192.168.12.2 255.255.255.0

R2(config-if)#no sh

R2(config-if)#no shutdown

 

%LINK-5-CHANGED: Interface Serial0/0/0, changed state to down

R2(config-if)#exit

%LINK-5-CHANGED: Interface Serial0/0/0, changed state to up

 

%LINEPROTO-5-UPDOWN: Line protocol on Interface Serial0/0/0, changed state to up

 

R2(config)#inter

R2(config)#interface fas

R2(config)#interface fastEthernet 0/0

R2(config-if)#ip add

R2(config-if)#ip address 192.168.11.1 255.255.255.0

R2(config-if)#no sh

R2(config-if)#no shutdown

 

R2(config-if)#

%LINK-5-CHANGED: Interface FastEthernet0/0, changed state to up

 

Routing configuration command for R1

R1(config)#router rip

R1(config)#router rip

R1(config-router)#net

R1(config-router)#network 192.168.12.0

R1(config-router)#net

R1(config-router)#network 192.168.10.0

R1(config-router)#

 

Routing configuration command for R2

R2(config)#router rip

R2(config-router)#net

R2(config-router)#network 192.168.11.0

R2(config-router)#net

R2(config-router)#network 192.168.12.0

R2(config-router)#

 

Configure PPP in R1 router with CHAP authentication

R1(config)#username R2 pas

R1(config)#username R2 password 123456

R1(config)#inter

R1(config)#interface ser

R1(config)#interface serial 0/0/0

R1(config-if)#en

R1(config-if)#encapsulation pp

R1(config-if)#encapsulation ppp

R1(config-if)#

%LINEPROTO-5-UPDOWN: Line protocol on Interface Serial0/0/0, changed state to down

 

R(config-if)#ppp

R.1(config-if)#ppp cu

R1(config-if)#ppp au

R1(config-if)#ppp authentication ch

R(config-if)#ppp authentication chap

R1(config-if)#

 

Configure PPP in R2 router with CHAP authentication

R2(config)#user

R2(config)#username R1 pass

R2(config)#username R1 password 123456

R2(config)#inter

R2(config)#interface ser

R2(config)#interface serial 0/0/0

R2(config-if)#en

R2(config-if)#encapsulation pp

R2(config-if)#encapsulation ppp

R2(config-if)#

%LINEPROTO-5-UPDOWN: Line protocol on Interface Serial0/0/0, changed state to up

pp

R2(config-if)#ppp an

R.2(config-if)#ppp au

R2(config-if)#ppp authentication ch

R(config-if)#ppp authentication chap

R2(config-if)#

%LINEPROTO-5-UPDOWN: Line protocol on Interface Serial0/0/0, changed state to down

%LINEPROTO-5-UPDOWN: Line protocol on Interface Serial0/0/0, changed state to up

বাহ! আউটপুট ও পেয়ে গেলাম।

 

সিসিএনএ নেটওয়ার্কিং পার্ট-১৫

সিসিএনএ নেটওয়ার্কিং পার্ট-১৭

Leave A Comment