Study LightsStudy Lights

Blog Details

  • Home
  • Blog
  • Blog
  • জিমেইল অ্যাকাউন্ট সুরক্ষিত রাখবেন রাখবেন যেভাবে !

জিমেইল অ্যাকাউন্ট সুরক্ষিত রাখবেন রাখবেন যেভাবে !

গুগলের বিনামুল্যের সেবাগুলোর মধ্যে জিমেইল এমন একটি নাম  যা এখন আসলে দৈনন্দিন জীবনের প্রয়োজনীয়তার তালিকায় এক অপরিহার্য সেবা হয়ে দাড়িয়েছে ;



স্মার্টফোন  ল্যাপটপ কিংবা কম্পিউটার যেকোন মাধ্যমেই কাজ করতে গেলে এখন জি-মেইলকে প্রাধান্য দিতে হবেই ; হ্যাকারদের হাতে চলে যাওয়া ছাড়াও নানা কারণে বেহাত হতে পারে আপনার জিমেইল একাউন্টের তথ্য ;  তবে কিছু পদক্ষেপ নেওয়া হলে জিমেইল অ্যাকাউন্ট সুরক্ষিত রাখা যায় ;

পাসওয়ার্ড ম্যানেজার



এখন প্রত্যেকেই অনলাইন সাইটে বিভিন্ন সাইটে বিভিন্ন পাসওয়ার্ড ব্যবহার করে থাকেন ;  এবং এটাই সঠিক কাজ। কিন্তু সমস্যা হল সব পাসওয়ার্ড সবসময় মনে রাখা সম্ভব হয় না ;  কারণ বিভিন্ন বিষয় নিয়ে চিন্তা করতে করতে কোন সাইটে বা কোনও অ্যাকাউন্টে কী পাসওয়ার্ড দেওয়া হয়েছে তা মনে রাখা দুষ্কর ; এই পরিস্থিতিতে একমাত্র সমস্যার সমাধান করতে পারে পাসওয়ার্ড ম্যানেজার ; পাসওয়ার্ড ম্যানেজারের মাধ্যমে অতীতে ব্যবহার করা সমস্ত পাসওয়ার্ড স্টোর করে রাখা সম্ভব এবং কোনও কারণে কোনও অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেলে তা পাসওয়ার্ড ম্যানেজার থেকে জেনে লগ ইন করা সম্ভব ;

রিকভারি ইনফরমেশন আপডেট



অনেকেই আছেন যারা কোনও অ্যাকাউন্টের রিকভারি তথ্য আপডেট করেন না অথবা রিকভারি অ্যাকাউন্টের ক্ষেত্রে এমন কোনও ইমেল অ্যাকাউন্ট বা এমন কোনও মোবাইল নম্বর ব্যবহার করেন যা অব্যবহৃত ;  এতে সমস্যার মুখে পড়তে হয় তাঁদের ; কারণ, কোনও অ্যাকাউন্ট রিকভার করার জন্য প্রয়োজনীয় কোড নির্দিষ্ট রিকভারি মেইল আইডিতে বা ফোন নম্বরে পাঠানো হয় ;  এক্ষেত্রে রিকভারি তথ্য ভুল থাকলে বা বন্ধ থাকলে তা দিয়ে আর রিকভারি করা সম্ভব হয় না ;

প্রয়োজনীয় তথ্য ব্যাকআপ



গুগলের অন্যতম প্রয়োজনীয় একটি পরিষেবা আছে। যার নাম গুগল টেক আউট ; এই গুগল টেক আউটের মাধ্যমে যে কেউ তাঁর ব্যক্তিগত তথ্য ডাউনলোড করতে পারবেন ;  পাশাপাশি গুগল ড্রাইভে রাখা বিভিন্ন ছবি, ভিডিয়ো, হ্যাং-আউট চ্যাট সহ একাধিক বিষয় এক্সপোর্ট করতে পারবেন ; জিমেইলের সমস্ত মেইল এমবক্স ফরম্যাটে ডাউনলোড করা সম্ভব হবে ;

Source : ইত্তেফাক/আরকে



আরও পড়ুন ঃ-    গুগল ফটোস এর কাজ কি ?

Leave A Comment