Study LightsStudy Lights

Blog Details

  • Home
  • Blog
  • Blog
  • গুগলের ডুডলে বাংলাদেশের স্বাধীনতা দিবস!

গুগলের ডুডলে বাংলাদেশের স্বাধীনতা দিবস!

গুগলের ডুডলে বাংলাদেশের স্বাধীনতা দিবস!

২৬ শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস; ১৯৭১ সালের ২৫ শে মার্চ রাতে বাংলাদেশের মানুষের ওপর নির্মম হামলা করা হয়; যা অপারেশন সার্চলাইট নামে পরিচিত; এটা সেদিন রাত ১১:৩০ মিনিটের সময় শুরু করা হয়; পরিকল্পনা ছিল বাংলাদেশের তরুণ সমাজকে দুর্বল করে দেওয়া এবং বঙ্গবন্ধুকে গ্রেফতার; পরিকল্পনা অনুযায়ী নিরস্ত্র বাঙালির ওপর হামলা চালানোর পর, সে রাতেই ২৬ শে মার্চ রাত ১:৩০ মিনিটে বঙ্গবন্ধু কে গ্রেফতার করা হয়; কিন্তু গ্রেফতার হওয়ার কিছুক্ষণ আগেই বঙ্গবন্ধু ঘোষণা করেন (Wireless) যে, “আজ হতে বাংলাদেশ স্বাধীন;” অর্থাৎ সেদিন থেকে আমরা আর পাকিস্তানের অংশ নই;আমরা স্বাধীন হয়ে গেছি; মূলত স্বাধীনতা আমরা সেদিনই লাভ করেছি; তাই ২৬ শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস;

 

সেই ধারাবাহিকতায় পালন হয়ে আসছে ২৬ শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস; এ বছর আমরা উদযাপন করছি স্বাধীনতার ৫০ বৎসর ; বিভিন্ন দেশের রাষ্ট্র প্রধান,বিভিন্ন সংস্থার সাথে গুগল তাদের ডুডলে বাংলাদেশের পতাকা যুক্ত করে লিখেছে বাংলাদেশের স্বাধীনতা দিবস ২০২১;

চাইলে আপনি ও দেখে আসতে পারেন ;

এখানে ক্লিক করুন গুগল

 

আরও পড়ুনঃ প্রাচীনতম কম্পিউটারের রহস্য এবার উন্মোচন হলো

গুগলের

Leave A Comment