Study LightsStudy Lights

Blog Details

  • Home
  • Blog
  • Blog
  • ইন্টারনেট গতির প্রদর্শন এর নতুন বিশ্ব রেকর্ড জাপানের ;

ইন্টারনেট গতির প্রদর্শন এর নতুন বিশ্ব রেকর্ড জাপানের ;

 

ইন্টারনেটের সর্বোচ্চ গতির আগের রেকর্ড ভেঙে নিজেদের নামে বিশ্ব রেকর্ড গড়লো জাপান ; ৩১৯ টেরাবাইট পার সেকেন্ড (টিবিপিএস) ইন্টারনেট গতির প্রদর্শন এর নতুন এই বিশ্ব রেকর্ড করেছে দেশটি ;

 

এই বিষয়ে সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান টাইমসের এক প্রতিবেদনেবলা হয় ; জাপানের ন্যাশনাল ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনস টেকনোলজির করা এক পরীক্ষায় ৩ হাজার ১ কিলোমিটার এলাকা জুড়ে প্রতি সেকেন্ডে ৩১৯ টেরাবাইট (টিবিপিএস) গতির ইন্টারনেটের জন্য নতুন বিশ্ব রেকর্ড অর্জন করেছে  ;

এর আগে ২০২০ সালে বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ইন্টারনেটের রেকর্ড ছিল ইউনিভার্সিটি কলেজ অব লন্ডনের ; সেখানকার গবেষকরা ১৭৮ টিবিপিএস-এর রেকর্ড গড়েছিলেন ; জাপানের ন্যাশনাল ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির (এনআইসিটি) তথ্য অনুসারে, গবেষকরা নতুন মাইলফলক অর্জনে বিদ্যমান ফাইবার অপটিক কাঠামোকে আরও উন্নত প্রযুক্তির সঙ্গে মিলিয়ে নিয়েছিলেন ; গতানুগতিক মানের কোরের বদলে গবেষকরা এমন চারটি কোর ব্যবহার করেছিলেন, যা গ্লাস টিউবের তৈরি। ডাটা পাঠানোর জন্য ওই চার কোরকে ফাইবারে স্থাপন করে নিয়েছিলেন তারা ;

 

কাজটি করতে ‘ওয়েভলেংথ ডিভিশন মাল্টিপ্লেক্সিং’ (ডব্লিউডিএম) নামের এক কৌশল ব্যবহার করা হয়েছিল ;এরপর সিগন্যালকে একাধিক ওয়েভলেংথে ভাগ করে নেওয়া হয়েছিল এবং তা ওই একই সময়ে সম্প্রচার করা হয়েছিল । বাড়তি ডাটা বহনে তৃতীয় ব্যান্ডও ব্যবহার করেছিলেন গবেষকরা ;

এর পরের ধাপে নতুন ফাইবার অপটিকের মধ্য দিয়ে সিগন্যাল নিয়ে যাওয়া হয়েছিল এবং জাপানি গবেষকদের দলটি এ প্রক্রিয়ার পুনরাবৃত্তির মাধ্যমে তিন হাজার এক কিলোমিটার দূরত্বে ডাটা পাঠাতে পেরেছে ;

 

আরও পড়ুন ঃ

ইন্টারনেটের গতিতে বাংলাদেশ সিরিয়া-উগান্ডার চেয়েও খারাপ;

 

কি হবে এত গতির ইন্টারনেট দিয়ে?

বিশেষজ্ঞরা বলছেন, আসলে দ্রুত ডেটা ব্যাক আপ, আপডেট ইত্যাদি ক্ষেত্রে এই ধরনের দ্রুত গতির ইন্টারনেট ব্যবহার করা হয়  ; গুরুত্বপূর্ণ তথ্যাবলী ; বৈজ্ঞানিক গবেষণা ; মহাকাশ অভিযানের ডেটা স্ট্রিমিং ও আপডেট ; প্রচুর তথ্যের ব্যাক আপ নেওয়া ইত্যাদি কাজে এ ধরনের দ্রুতগতির ইন্টারনেট প্রয়োজন

 

Source : ইত্তেফাক 

Leave A Comment