Study LightsStudy Lights

Blog Details

  • Home
  • Blog
  • Blog
  • ইনফরমেশন টেকনোলজিস্ট হিসেবে ক্যারিয়ার!

ইনফরমেশন টেকনোলজিস্ট হিসেবে ক্যারিয়ার!

প্রোগ্রামিং ছাড়াও কম্পিউটার নির্ভর অনেক পেশা সৃষ্টি হয়েছে যারা ইনফরমেশন টেকনোল জিস্ট হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যাংকে কাজ করে থাকেন। প্রথাগত প্রোগ্রামিং ল্যাংগুয়েজ না জেনেও এ পেশায় ভালো কাজের সুযোগ আছে যেমনঃ সিস্টেম ইঞ্জিনিয়ার,ফিন্যানশিয়াল এনলিষ্ট,কপিরাইটার, ডাটাবেইজ এডমিন্সট্রেটর,নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার প্রভৃতি।

এক নজরে একজন ইনফরমেশন টেকনোল জিস্ট

সাধারণ পদবী:ইনফরমেশন টেকনোলজিস্ট
বিভাগ:আইটি
প্রতিষ্ঠানের ধরন:সরকারি, প্রাইভেট ফার্ম/কোম্পানি, ফ্রিল্যান্সিং, অন্যান্য
ক্যারিয়ারের ধরন:পার্ট-টাইম, ফুল টাইম
লেভেল:এন্ট্রি, মিড
অভিজ্ঞতা সীমা:কাজ ও প্রতিষ্ঠানসাপেক্ষ

সম্ভাব্য বেতনসীমা:৳২০,০০০ – কাজ, প্রতিষ্ঠান ও অভিজ্ঞতাসাপেক্ষ
সম্ভাব্য বয়সসীমা:কাজসাপেক্ষ
মূল স্কিল:সিস্টেম সাপোর্ট দেয়া, ডাটাবেইজ মেইন্টেনেন্স করা
বিশেষ স্কিল:সৃজনশীলতা, বিশ্লেষণী ক্ষমতা, সমস্যা সমাধানের দক্ষতা;

একজন ইনফরমেশন টেকনোলজিস্টের কী ধরনের দক্ষতা ও জ্ঞান থাকতে হয়?

  • Query Language;
  • HTML (Hypertext Markup Language);
  • CSS (Cascading Style Sheets);
  • Photoshop;
  • XML (Xtensible Markup Language);
  • UI/UX Designing;
  • নেটওয়ার্কিং এর জ্ঞান;
  • ওরাকল ডাটা বেইজের ব্যবহার।
  • CCNA

কোন ধরণের প্রতিষ্ঠানে একজন ইনফরমেশন টেকনোলজিস্ট কাজ করেন?

  • ব্যাংকিং সেক্টর;
  • নেটওয়ার্ক সেক্টর;
  • টেলিকমিউনিকেশন সেক্টর;
  • ডাটাবেইজ অ্যাডমিনিস্ট্রেশন;
  • আইটি সাপোর্ট সেন্টার এক্সিকিউটিভ;
  • কোয়ালিটি অ্যাসিউরেন্স ডিপার্টমেন্ট;
  • বাংলাদেশ কম্পিউটার সমিতি।

একজন ইনফরমেশন টেকনোলজিস্ট কী ধরনের কাজ করেন?

  • সফটওয়ার বা সিস্টেমের কোয়ালিটি চেক করা;
  • সার্ভার মেইনটেনেন্স করা;
  • সার্ভার ইন্সটল, কনফিগারেশন করা;
  • ডাটাবেইজ রক্ষণাবেক্ষন করা;
  • সিস্টেম ডেভেলপ করা বা ডকুমেনটেশন করা;
  • সিস্টেম সাপোর্ট দেয়া;
  • সফটওয়ার ফার্মের ক্লায়েন্টদের টেকনিক্যাল সাপোর্ট দেয়া;
  • প্রতিষ্ঠানের কম্পিউটারের দেখাশোনা করা

 

Source: Google

Read More : নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার এর ক্যারিয়ার!

Leave A Comment