Study LightsStudy Lights

Blog Details

  • Home
  • Blog
  • Blog
  • আবারো উড়লো বিশ্বের সবচেয়ে বড় বিমান

আবারো উড়লো বিশ্বের সবচেয়ে বড় বিমান

 

বিশ্বের সবচেয়ে বড় বিমান, যেটি একটি ফুটবল মাঠের চেয়েও বড়, দ্বিতীয় পরীক্ষামূলক উড়াল সম্পন্ন করেছে৷ চলুন বিমানটি সম্পর্কে জেনে নেয়া যাক আরো কিছু তথ্য ;



 

গত ২৯ এপ্রিল দ্বিতীয়বারের মতো পরীক্ষামূলক উড়াল সম্পন্ন করে রক৷ এ সময় সেটি ভূপৃষ্ঠ থেকে ৪,২৬৭ মিটার উঁচুতে ঘণ্টায় ৩২০ কিলোমিটার বেগে উড়তে সক্ষম হয় ; বিমানটির পরীক্ষামূলক এই উড়ালের সময়কাল ছিল তিন ঘণ্টা ;

 

 

স্ট্রাটোলঞ্চ প্লেনের ক্যালিফোর্নিয়ার মাহাভি বিমানবন্দরে অবতরণের আগের দৃশ্য এটি৷ বিমানটি ভূপৃষ্ঠ থেকে ৩৫,০০০ ফুট উপরে পর্যন্ত উঠতে সক্ষম ;  বিশাল আকৃতির এই প্লেনটি প্রথম পরীক্ষামূলক উড়াল সম্পন্ন করে ২০১৯ সালের এপ্রিল মাসে ; রক বিমানে ২২০ টনের বেশি ওজনের বস্তু বহন করা যাবে ;

 

সন্তুষ্ট নির্মাতারা



 

রক-এর দ্বিতীয়বার উড়াল শেষে সন্তুষ্টি প্রকাশ করেছেন সেটির নির্মাতা প্রতিষ্ঠান স্ট্রাটোলঞ্চ-এর প্রধান পরিচালন কর্মকর্তা জাকারি ক্র্যাভার৷ তিনি বলেন, ‘‘স্ট্রাটোলঞ্চ বিমানের আজকের পারফর্ম্যান্সে আমরা সন্তুষ্ট৷’’ বিমানটি ক্রমশ হাইপারসনিক ভেহিক্যাল নিয়ে উড়ালের কাছাকাছি পৌঁছে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি ;

 

Source: DW 


আরও পড়ুন ঃ-

বিশ্বের অদ্ভুত ৫টি অমীমাংসিত রহস্য কী?

Leave A Comment