Study LightsStudy Lights

Blog Details

  • Home
  • Blog
  • Blog
  • আইটি ম্যানেজার হিসেবে ক্যারিয়ার!

আইটি ম্যানেজার হিসেবে ক্যারিয়ার!

বর্তমানে প্রায় সব প্রতিষ্ঠানে তথ্যপ্রযুক্তি বা আইটি সংক্রান্ত কাজ রয়েছে। বহু প্রতিষ্ঠানে আলাদা বিভাগও রাখা হয় এসব কাজের জন্য। আইটি সংক্রান্ত যেকোন প্রজেক্টের সার্বিক ব্যবস্থাপনায় একজন আইটি ম্যানেজার নিযুক্ত থাকেন। বিশেষ করে ব্যাংকিং, আমদানি-রপ্তানি, আউটসোর্সিং ফার্ম আর প্রযুক্তি কোম্পানিগুলোতে এ পেশার চাহিদা লক্ষণীয়।

 

এক নজরে একজন আইটি ম্যানেজার

সাধারণ পদবী: আইটি ম্যানেজার, প্রজেক্ট ম্যানেজার – আইটি
বিভাগ: তথ্যপ্রযুক্তি
প্রতিষ্ঠানের ধরন: সরকারি, বেসরকারি, প্রাইভেট ফার্ম, কোম্পানি
ক্যারিয়ারের ধরন: ফুল-টাইম, চুক্তিভিত্তিক
লেভেল: মিড
মি ড লেভেলে অভিজ্ঞতা সীমা: ৩ – ৪ বছর
মিড লেভে লে সম্ভাব্য গড় বেতন: ৳৪০,০০০ – ৳৫০,০০০
মিড লেভেলে সম্ভাব্য বয়স সীমা: ৩০ – ৩৫ বছর
মূল স্কিল: কম্পিউটার প্রযুক্তি সম্পর্কিত জ্ঞান, সাইবার নিরাপত্তা সম্পর্কে পরিষ্কার ধারণা, ব্যবস্থাপনা
বিশেষ স্কিল: সমস্যা সমাধানের দক্ষতা, যোগাযোগের দক্ষতা, নির্দিষ্ট সময়সীমার মধ্যে কাজ শেষ করা;

 

কী ধরনের দক্ষতা ও জ্ঞান থাকতে হয় একজন আইটি ম্যানেজারের?

oসিস্টেম ম্যানেজমেন্টের ধারণা;

oডাটাবেইজ ম্যানেজমেন্টের দক্ষতা;

oসাইবার নিরাপত্তা বিষয়ক জ্ঞান;

oপ্রজেক্ট সংক্রান্ত হার্ডওয়্যার ও সফটওয়্যারের বিস্তারিত পরিকল্পনা তৈরি করার দক্ষতা;

oআ ইটি প্রজেক্টের বাজেট তৈরি করতে পারা;

oআইটি বিষয়ক রিপোর্ট তৈরির ধারণা;

oআই টি বিষয়ক শিক্ষাদানের দক্ষতা;

oপ্রজেক্ট দলকে নেতৃত্ব দিতে পারা;

oসময় ব্যবস্থাপনা;

oপ্রজেক্টের সাথে জড়িত সদস্য ও ক্লায়েন্টদের সাথে দক্ষভাবে যোগাযোগ রক্ষা করতে পারা।

oএকজন আইটি প্রোজেক্ট ম্যানেজারকে কম্পিউটারের হার্ডওয়্যার ও সফটওয়্যার সম্পর্কে জানতে হয়;

 

একজন আইটি ম্যানেজার কোথায় কাজ করেন?

  • সরকারি প্রতিষ্ঠানে বা প্রজেক্টে, যেমনঃ সরকারি ওয়েবসাইট ম্যানেজমেন্ট, মেইনটেন্যান্স ও ডাটা ম্যানেজমেন্ট খাতে;
  • বেসরকারি প্রতিষ্ঠানে, যেমনঃ এনজিওর ওয়েবসাইট ম্যানেজমেন্ট, মেইনটেন্যান্স ও ডাটা ম্যানেজমেন্ট খাতে;
  • ব্যাংক ও আর্থিক সেবার প্রতিষ্ঠানে;
  • আইটি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে;
  • আউটসোর্সিং ফার্মে।

একজন আইটি ম্যানেজার কী ধরনের কাজ করেন?

?প্রতিষ্ঠানে বিদ্যমান সফটওয়্যার সিস্টেম সচল রাখা;

?বিদ্যমান অ্যাপ্লিকেশন ও প্রজেক্টগুলোর উন্নয়ন ঘটানো;

?সিস্টেম প্ল্যান ও ডকুমেন্টেশন তৈরি করা ও রেকর্ড রাখা;

?প্রতিষ্ঠানের পুরো সিস্টেমের নিরাপত্তা নিশ্চিত করা;

?অটোমেশন কনফিগারেশন নিয়ে কাজ করা;

?আইটি দলের প্রোগ্রামার ও ইঞ্জিনিয়ারদের মধ্যে সমন্বয় সাধন করা;

?কর্মস্থলে নিয়োজিত কর্মকর্তা ও কর্মচারীদের আইটি বিষয়ক প্রশিক্ষণ প্রদান।

 

Source: Google

Read More: ডাটা অ্যানালিস্ট ক্যারিয়ার হিসাবে কেমন ?

Leave A Comment