Study LightsStudy Lights

Blog Details

  • Home
  • Blog
  • Blog
  • অফিসিয়াল আন-অফিসিয়াল মোবাইল এর পার্থক্য কি…?

অফিসিয়াল আন-অফিসিয়াল মোবাইল এর পার্থক্য কি…?

অফিসিয়াল আন-অফিসিয়াল মোবাইল আমরা যেটাকে বলে থাকি এর ভিতর ওই রকমের বৃহৎ কোন পার্থক্য খুঁজে পাওয়া যায় না;

মনে করুন  Xiaomi( শাওমি ) একটি মোবাইল ব্র্যান্ড, এটি চায়না তে তাদের সকল মোবাইল ফোনগুলো তৈরি করে থাকে; তারা পৃথিবীর অনেক দেশে এই মোবাইল ফোন বিক্রি করে থাকে; সব দেশের কথা চিন্তা না করে শুধু ভাবুন যে তারা শুধু বাংলাদেশেই মোবাইল বিক্রি করে;

Xiaomi( শাওমি ) বাংলাদেশে এতোদিন তাদের ফোনগুলো বিক্রি করতো তাদের একটি ডিলার ছিল শুধুমাত্র তাদের মাধ্যমে; তবে এখন তারা নিজেরাই নিয়ে এসে বিক্রি করছে; চায়না থেকে ফোন বাংলাদেশে আনার ২টি সিস্টেম রয়েছে

একটি হলঃ সরকারকে সকল ধরনের ট্যাক্স দিয়ে বৈধ ভাবে, আরেকটি হলঃ অবৈধ পথে সকল ট্যাক্স ফাঁকি দিয়ে।

যেই সব ফোন সরকারকে সকল প্রকারের ট্যাক্স দিয়ে আনা হয় সেগুলো বিটিআরসি এর সার্ভারে IMEI কোড থাকে এবং এই প্রোডাক্টগুলো কোম্পানি নিজস্ব উপায়ে বিভিন্ন তাদের শোরুম এবং সাধারণ মোবাইল দোকানের মাধ্যমে বিক্রি করে থাকে এবং এই ফোনগুলোর সার্ভিসিং তারাই করে দেয় (যত দিন/বছর সার্ভিস ওয়ারেন্টি থাকে)

অপরদিকে যেগুলো সরকারকে ট্যাক্স ফাঁকি দিয়ে আনা, এগুলো বিটিআরসি এর সার্ভারে IMEI কোড নাই, এই প্রোডাক্টগুলো অনেক দোকানেই পাওয়া যায় তবে এগুলা ধরা পরলে সরকার বাজেয়াপ্ত করে থাকে সেই সাথে দোকানিকে জরিমানা করে থাকে, এই ফোনগুলো কিনলে আপনি কোম্পানি থেকে কোন ধরনের সার্ভিস পাবেন না, যেই দোকান থেকে কিনবেন তারা যেভাবে সার্ভিস দিতে চাইবে তার উপর ই নির্ভর করতে হয়। তবে এই পথে আনা ফোনগুলো কিছু দিনের মধ্যেই ব্যাবহার করা আর যাবে না, সরকার নিয়ম করতিছে।

এছাড়া অফিসিয়াল আন-অফিসিয়াল মোবাইল এর সকল সুবিধা একই, কোন পার্থক্য নাই।

আরো পড়ুনঃ ফ্রি এসএমএস করুন কোন চার্জ ছাড়াই !

সোর্সঃ গুগল

Leave A Comment