Blog Details

  • Home
  • Blog
  • Blog
  • ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট/কাগজপত্র সংগ্রহ করববেন যে ভাবে?

ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট/কাগজপত্র সংগ্রহ করববেন যে ভাবে?

ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শেষ ,

এখন  কিছু কাগজ পত্রই আমাদের  ৪ বছরের মুল্ধন ,কিভাবে পাবেন  কোন কাজে লাগাবেন   আসুন জ়েনে নেয়।৭ম পর্বের  পরিক্ষা শেষ এখন আপনি  নিশ্চয় ইন্ডাষ্ট্রিয়াল এটাচমেন্ট করবেন। তার পর ইউনিভার্সিটি ভর্তি, চাকরির  মার্কেট প্লেসে  আপনাকে প্রমান করতে হয়  যে আমি যোগ্য । প্রথমেই আমরা জানব, কি কি দরকারি কাগজপত্র বা সার্টিফিকেট পলিটেকনিক ইন্সটিটিউট থেকে নিতে হবে।  

  • Course  Complete Certificate ( কোর্স সমাপনি সার্টিফিকেট)
  • Clearness Certificate (দায়মুক্ত সার্টিফিকেট )
  • SSC Marksheet (এস এস সি রেজাল্টশিট)
  • Testimonial  (প্রশংসা পত্র)
  • Diploma in Engineering Certificate (ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং মূল সনদ)

 

Course  Complete Certificate ( কোর্স সমাপনি সার্টিফিকেট)  উত্তলনের পদ্ধতি ঃ-

যখন আপনি ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইইঞ্জিনিয়ারিং শেষ করবেন তখনই আপনি এই সার্টিফিকেট নিতে পারবেন। জেনে রাখা রেফার্ড থাকলেও এই Course  Complete Certificate নেওয়া যাবে।

 

প্রথমেই অত্র প্রতিষ্ঠানের অদ্যক্ষ বরাবর আবেদন করতে, রেজিস্ট্রার থেকে সংশ্লিষ্ট বিষয়ের উপর ফর্ম নিতে হবে পূরন করে, সাথে ৮ম পর্বের প্রবেশপত্র এটাচ করতে হবে।

ডিপার্টমেন্ট প্রধানের সাক্ষর এবং লাইব্রেরী থেকে সাক্ষর নিয়ে অফিস রুমে জমা দিলেই ২ দিন পরই কোর্স সমাপনি সার্টিফিকেট পেয়ে যাবেন।

 

Clearness Certificate (দায়মুক্ত সার্টিফিকেট ) উত্তলনের পদ্ধতি ঃ-

প্রতিষ্ঠানের সাথে আপনার  অর্থনৈতিক দেনা পাওনা আছে কিনা, মানে আপনার প্রতিষ্ঠানে কোন দায় নেই।

এই জন্য সার্টিফিকেট দেওয়া হয়। যেমন ধরুন লাইব্রেরি থেকে একটা বই নিলেন কিন্তু ফেরত দেন নি তখন আপনার এইটা ক্লিয়ার করতে হবে।

 

SSC Marksheet (এস এস সি রেজাল্টশিট) তোলার পদ্ধতি ঃ-

ভর্তি হওয়ার সময় এসএসসি মার্কশিট দিয়ে ভর্তি হতে হতে হয়েছিল কিন্তু নেওয়া হয়নি ।

এসএসসি মার্কশিট তোলার জন্য রেজিস্ট্রার শাখায় একটি ফর্ম পাওয়া যাবে সঠিকভাবে পূরণ করতে হবে এবং সাথে আইডি কার্ডের কপি সংযুক্ত করে রেজিস্ট্রার শাখায় জমা দিলেই এসএসসি মার্কশিট পাওয়া যাবে।

 

Testimonial   (প্রশংসা পত্র) তোলার পদ্ধতিঃ

যখন ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর ফাইনাল ফলাফল প্রকাশ হবে আপনি কেবল তখনই প্রশংসা পত্রের জন্য আবেদন করতে পারবেন। এই সার্টিফিকেট তোলার প্রসেস কোর্স সমাপনি সার্টিফিকেট তোলার পদ্ধতির মতই।

তবে এ ক্ষেত্রে Clearness   সার্টিফিকেট এবং ৮ম পর্বের প্রবেশ পত্র সাথে সংযুক্ত করতে হবে।

 

Diploma in Engineering Certificate (ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং মূল সনদ) তোলার পদ্ধতি ঃ-

ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং মূল সনদের জন্য অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ বরাবর আবেদন করতে হয় সাথে প্রশংসা পত্রের ফটোকপি, ১ কপি সত্যায়িত  ছবি সহ আবেদন ফর্ম পূরণ করে!

 

ডিপার্টমেন্ট প্রধানের সুপারিশক্রমে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং মূল সনদ পাওয়া যাবে।তবে ৮ম পর্বের  পরিক্ষার পর ৫-৬ মাস পর বোর্ড থেকে সার্টিফিকেট পাওয়া যাবে। কেননা বোর্ড থেকে সার্টিফিকেট আসতে কিছুটা সময় লাগে।

 

নোটঃ উপরোক্ত যে পদ্ধতিতে সার্টিফিকেটসহ প্রয়োজনীয় কাগজ পত্র তোলার প্রসেস বর্ননা করা হলো সম্পূন্য প্রসাশনিক নিয়মে। উপরোক্ত পদ্ধতি ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠান সার্টিফিকেট দিয়ে থাকেন।

 

 

Source: BTEB

Academic যে কোন বিষয়ে জানতে study lights এর page Sign-up করুন এবং আপনার অজানা প্রশ্ন আমাদের কমেন্ট করুন।  

Leave A Comment