Blog Details

  • Home
  • Blog
  • Blog
  • কিভাবে একটি ওয়েব সাইটের সাইটম্যাপ বানাতে হয়?

কিভাবে একটি ওয়েব সাইটের সাইটম্যাপ বানাতে হয়?

আগে জেনে নেই সাইটম্যাপ কি?
সাইটম্যাপ হল কোন একটি ওয়েবসাইট এর মানচিত্র। এটি search engine কে বলে সেয় এই সাইটটি কি সম্পর্কিত এবং এই সাইটের কোথায় কি আছে।
যেমন, ধরুন- আপনাকে ভারত যেতে হবে, এখন আপনার হাতে যদি বাংলাদেশের একটি মানচিত্র দেয়া হয় তাহলে আপনি সহজেই বুঝে যাবেন যে, কোথায় দিল্লি আর কোথায় ঢাকা ইত্যাদি। ঠিক এই রকম ভাবে সাইটম্যাপও সার্চ ইঞ্জিন কে বলে দেয় আপনার সাইটের কোথায় কি আছে। এই জন্যই একটি সাইট এর জন্য সাইটম্যাপ তৈরি করা গুরুত্বপূর্ণ। কারন আপনার সাইটের একটি সাইটম্যাপ থাকলে আপনি সহজেই সার্চ ইঞ্জিন কে বুঝিয়ে দিতে পারবেন আপনার সাইটের কোথায় কি আছে এবং এতে করে সার্চ ইঞ্জিন অতি সহজেই আপনার সাইট সম্পর্কে একটি স্পষ্ট ধারনা পাবে এবং এতে করে আপনার সাইটটি বিশ্লেষণ করা খুব সহজ হবে।

কিভাবে তৈরি করবেন:
সাইটম্যাপ তৈরি করা খুবই সহজ। প্রথমে Create your Google Sitemap Online এই লিংকে যান।তারপর Box এ আপনার সাইটের ঠিকানা দিবেন, তবে এখানে www. ছাড়া দিবেন। এর পর Start এ ক্লিক করুন। এরপর দেখবেন আপনার সাইটের সাইটম্যাপ তৈরি হয়ে যাবে। তারপর এটি ডাউনলোড করার লিঙ্ক আসবে। সেখান থেকে ডাউনলোড করুন। এবার এই ডাউনলোড করা সাইটম্যাপ টি আপনার সাইটের রুট ফোল্ডারে আপলোড করে দিন। যারা FTP ব্যবহার করেন তারা FTP দিয়ে লগইন করে Public_html এ গিয়ে এই সাইটম্যপটি আপলোড করবেন। এরপর গুগল ওয়েবমাস্টার টুলস এ ঢুকুন এবং আপনার সাইটকে সিলেক্ট করুন। এরপর Submit e new sitemap এ ক্লিক করুন এবং সবশেষে সাইটম্যাপ দেয়ার জন্য যে ঘর আসবে সেটাতে sitemap.xml এই কথাটি লিখুন। ব্যাস আপনার সাইটম্যাপ সাবমিট করা হয়ে গেল।

Sitemap

STUDY LIGHTS

Leave A Comment