Blog Details

  • Home
  • Blog
  • Blog
  • মৃত্যুদন্ড দেওয়ার পরে বিচারকরা কলমের নিব ভেঙে ফেলেন কেন?

মৃত্যুদন্ড দেওয়ার পরে বিচারকরা কলমের নিব ভেঙে ফেলেন কেন?

মৃত্যুদন্ড দেওয়ার পরে বিচারকরা কলমের নিব ভেঙে ফেলেন কেন? কি একটা অদ্ভুদ প্রশ্ন তাই না? মূলত এটা প্রায়শই আমরা সিনেমাতে জর্জ সাহেব মৃত্যুদন্ড দেওয়ার পরে কলমের নিব সাথে সাথে ভেঙ্গে ফেলেন কিন্তু কেন?

আআসলে এটি বহুকাল আগে থেকেই চলে এসেছে; কিন্তু সত্য হলো কোনো আইনে এরকম করার বিধিবদ্ধতা নেই; এটি পুরনো একটি রীতি হিসেবেই চলে এসেছে, ব্রিটিশ শাসনাধীন কাল থেকেই।

এই রীতির সমর্থনে, অনেক কথা গল্প শোনা যায় কিন্তু আসলে তা নিছক ই গল্প; এর কোন ভিত্তি নেই যেটুক যা এর সম্পর্কে জানা যায় তার ভেতরে যেটুক বেশি গ্রহনযোগ্য সে বিষয় হলো ,

১। মৃত্যুদণ্ডের মাধ্যমে একজনের জীবন কালের ইতি টেনে দেয়া হয় এবং বিচারক চান না, দ্বিতীয়বার তাঁর আদেশ দ্বারা আরেকটি জীবনের ইতি হোক।

কেউ ই আসলে চাই না অন্যজন কে দুনিয়া থেকে সরিয়ে দিতে; এই একটি আদেশ ই একজন মানুষ কে তার মৃত্যুর দিন তারিখ সুয় জানিয়ে দিতে পারে কে বা চাই তাই হয়তো বিচারক চান না যে কলম দিয়ে কারো মৃত্যু আদেশ জারি করা হয়েছে এই কল্ম দ্বারা আর কখনও কারো মৃত্যু না লেখা হোক ক্লংকিত না হোক কলমটি অন্তত এই মেসেজটি ই মূল উদ্দেশ্য থাকে;

২। মৃত্যুদণ্ড দেয়ার পর সেই আদেশকে পুনর্বিচার করার সুযোগ থাকে না।

যদি বিচারক, মৃত্যুদণ্ড দেয়ার পর শাস্তি সম্পর্কে তাঁর মানসিকতা পরিবর্তন করেন, তথাপি মৃত্যুদণ্ডের আদেশ কে আর কোনোভাবেই পরিবর্তন করা সম্ভব নয়।

সেই বার্তার প্রতীকী হিসেবেই, ক্যাপিটাল পানিশমেন্ট দেয়ার পর, আদেশনামা লেখার কলমটিকে আর ব্যবহারযোগ্য রাখা হয় না।

এরকম যে কোন প্রশ্ন করুন এখন থেকে স্ট্যাডি লাইটসের আস্ক কোয়েশ্চেন পেইজে  এখানে  ক্লিক করুন প্রশ্ন করতে অথবা অন্য কারো প্রশ্নের উত্তর দিতে পারবেন যে কোন সময় আপনি আপনার অভিজ্ঞতা কাজে লাগিয়ে আপনি যে বিষয়ে দক্ষ সে বিষয়ে প্রশ্নের উত্তর দিন সাপোর্ট ফরামে;

আরো পড়ুনঃ বিজ্ঞানী নিউটন কি নাস্তিক ছিলেন?

Source: Google

Leave A Comment