Blog Details

  • Home
  • Blog
  • Blog
  • হোয়াটসঅ্যাপে চালু হলো কল ওয়েটিং সার্ভিস ; জানুন বিস্তারিত

হোয়াটসঅ্যাপে চালু হলো কল ওয়েটিং সার্ভিস ; জানুন বিস্তারিত

মোবাইলে নেটওয়ার্ক কলের মত এখনও হোয়াটসঅ্যাপের (ওটিটি) কলে পাওয়া যাবে ওয়েটিং ফিচার। 

সাম্প্রতিক সময়ে বেশ কিছু আপডেট ফিচার এসেছে জনপ্রিয় এই অ্যাপটিতে ; যার মধ্যে একটি হচ্ছে কল ওয়েটিং সার্ভিস;  তাই এখন থেকে কেউ হোয়াটসঅ্যাপ নম্বরে কল করলে, যার ফোনে কল করা হচ্ছে সেই ব্যক্তি অন্য কলে ব্যস্ত থাকলেও আর সমস্যা হবে না ;  ব্যবহারকারী নতুন ফিচারে হোয়াটসঅ্যাপেও কল ওয়েটিং দেখতে পারবেন ;

নতুন এই আপডেট উপভোগ করতে হলে ব্যবহারকারীকে গুগল প্লে স্টোরে গিয়ে এই মেসেজিং সার্ভিসের আপডেট ইনস্টল করতে হবে ; হোয়াটসঅ্যাপের ভার্সন ২.১৯.৩৫২ ইনস্টল করলেই কল ওয়েটিং ফিচার ব্যবহার করতে পারেন গ্রাহকরা ;

এতদিন শুধুমাত্র অ্যাপল অপারেটিং সিস্টেম (আইওএস) গ্রাহকদের জন্য এই ফিচার থাকলেও, এখন থেকে অ্যান্ড্রয়েড গ্রাহকরা হোয়াটসঅ্যাপে কল ওয়েটিং ব্যবহার করতে পারবেন; ফিচারটি চালু হলে গ্রাহকের একটি কল চলার সময় দ্বিতীয় কোনও কল এলে সেই কল ওয়েটিংয়ে চলে যাবে ; গ্রাহক তখন স্ক্রিনের উপরে দেখতে পাবেন কে তাকে দ্বিতীয় কলটি দিয়েছে;  তখন, প্রথম কল কেটে ওয়েটিংয়ের কলটি ধরতে পারবেন;

নতুন সুবিধার একটি অসুবিধা হলো হোয়াটসঅ্যাপ এখনও হল কল হোল্ডের কোনও অপশন চালু করেনি; তাই দ্বিতীয় কলটি রিসিভ করার সাথে সাথে স্বয়ংক্রিয়ভাবে প্রথম কলটি কেটে যাবে;

এদিকে ওয়াবিটইনফো’র ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, ভয়েস মেসেজে রিয়েল টাইম ওয়েভ ফর্ম আনতে চলেছে হোয়াটসঅ্যাপ; এর ফলে কোনও ভয়েস ম্যাসেজ পাঠালে তাতে রিয়েল টাইম ওয়েভ ফর্ম দেখা যাবে; ইতিমধ্যেই হোয়াটসঅ্যাপ বেটা গ্রাহকদের কাছে পৌঁছে গেছে নতুন এই ফিচার;

Source : Daink-Ittefaq

আরো পড়ুন ঃ-  আমাদের ইন্টারনেট নিরাপদ তো?  

Leave A Comment