Blog Details

  • Home
  • Blog
  • Blog
  • যেভাবে সৃষ্টি হল হুমায়ূন আহমেদের মিসির আলি…!!

যেভাবে সৃষ্টি হল হুমায়ূন আহমেদের মিসির আলি…!!

দেশের জনপ্রিয় কথাসাহিত্যক হুমায়ূন আহম্মেদের জনপ্রিয় উপন্যাস সিরিজ মিসির আলী কিভাবে সৃষ্টি হয়েছে জানেন ?

মিসির আলীকে না চিনি ? হূমায়ূন আহমেদের সাড়া জাগানো উপন্যাস সিরিজ মিসির আলী যিনি মিশে আছেন আমাদের আন্সলভড সকল বিষয়ে।।

হূমায়ূন আহমেদ নিজের ভাষ্য অনুযায়ী তিনি বলেন
“তখন আমি থাকি নর্থ ডাকোটার ফারগো শহরে । এক রাতে গাড়ি নিয়ে যাচ্ছি মন্টানায় । গাড়ি চালাচ্ছে আমার স্ত্রী গুলতেকীন। পিছনের সিটে আমি আমার বড় মেয়েকে নিয়ে গুটিসুটি মেরে বসে আছি। গাড়ির রেডিও অন করা ।কান্ত্রি মিউজিক হচ্ছে ,ইংরেজি গানের কথা মন দিয়ে শুনতে ইচ্ছে করে না ।কিছু শুনছি কিছু শুনছি না এই অবস্থা হঠাত গানের একটা কলি শুনে চমকে উঠলাম-
‘Close your eyes and try to see’
বাহ মজার কথা ! আমি নিশ্চিত ,মিসির আলি চরিত্রের ধারনা আমি সেদিন ই পেয়েছিলাম। মিসির আলী এমন একজন মানুষ যিনি দেখার চেষ্টা করেন চোখ বন্ধ করে ।

আর এভাবেই চলে এলো আমদের সকলের ওস্তাদ মিসির সাহেব!

তথ্য সুত্রঃ Humayan Ahmed

আরো পড়ুনঃ বাংলাদেশের সবচেয়ে বিলাসবহুল হোটেল কোথায়?

Leave A Comment