Blog Details

  • Home
  • Blog
  • Blog
  • গ্রাফিক ডিজাইনার দের ক্যারিয়ার!

গ্রাফিক ডিজাইনার দের ক্যারিয়ার!

একজন গ্রাফিক ডিজাইনার গ্রাহকের চাহিদা ও প্রজেক্টের ধরন অনুযায়ী বিভিন্ন ইমেজ, ডিজাইন বা ভিজুয়াল কন্টেন্ট তৈরির দায়িত্বে থাকেন। বিজ্ঞাপন থেকে শুরু করে ম্যাগাজিন – বর্তমানে প্রায় সব ক্ষেত্রে এ পেশার চাহিদা রয়েছে;

 

এক নজরে একজন গ্রাফিক ডিজাইনার

সাধারণ পদবী: গ্রাফিক ডিজাইনার
বিভাগ: ক্রিয়েটিভ ক্যারিয়ার
প্রতিষ্ঠানের ধরন: সরকারি, বেসরকারি, প্রাইভেট ফার্ম, কোম্পানি, ফ্রিল্যান্সিং
ক্যারিয়ারের ধরন: ফুল-টাইম, পার্ট-টাইম, চুক্তিভিত্তিক
লেভেল: এন্ট্রি, মিড
এ ন্ট্রি লেভেলে অভিজ্ঞতা সীমা: ০ – ২ বছর
এন্ট্রি লেভে লে সম্ভাব্য গড় বেতন: ৳১৫,০০০ – ৳২০,০০০
এন্ট্রি লেভেলে সম্ভাব্য বয়স সীমা: ২০ – ২৫ বছর
মূল স্কিল: সৃজনশীল চিন্তা করার ক্ষমতা, আঁকাআঁকির দক্ষতা, ডিজাইন সফটওয়্যার ব্যবহারে পারদর্শিতা
বিশেষ স্কিল: যোগাযোগের দক্ষতা, সমস্যা সমাধানের দক্ষতা

একজন গ্রাফিক ডিজাইনারের কী ধরনের দক্ষতা ও জ্ঞান থাকতে হয়?

প্রজেক্টের উপর টেকনিক্যাল জ্ঞানের ধরন নির্ভর করে। সাধারণত যেসব গ্রাফিকস সফটওয়্যারে দক্ষতা দরকার হয়ে, সেগুলোর মধ্যে রয়েছে –

  • Adob e Photoshop
  • Ado be Illustrator
  • A dobe InDesign
  • Adobe PageMaker
  • GIMP
  • Inkspace
  • CorelDRAW
  • QuarkXPress
  • QuarkXPress

টেকনিক্যাল জ্ঞানের পাশাপাশি আলাদা কিছু দক্ষতাও অর্জন করতে হবে আপনাকে। এর মধ্যে রয়েছেঃ

  • সৃজনশীল উপায়ে সমস্যা সমাধানের দক্ষতা;
  • অস্পষ্ট কোন ধারণাকে ডিজাইনার মাধ্যমে পরিষ্কারভাবে ফুটিয়ে তোলা;
  • বিশ্লেষণী ক্ষমতা, যা খুঁটিনাটি বিষয়গুলো পর্যবেক্ষণে সাহায্য করতে পারে;
  • নিজে নিজে কাজ করার পাশাপাশি অন্যদের সাথেও কাজ করার মানসিকতা থাকা;
  • বিভিন্ন ধরনের কাজ একসাথে সামলানোর দক্ষতা।

একজন গ্রাফিক ডিজাইনার কী ধরনের কাজ করেন?

  • ক্লায়েন্টের বা প্রতিষ্ঠানের চাহিদা সম্পর্কে পরিষ্কার ধারণা নেয়া ও পুরো কাজ শেষ না হওয়া পর্যন্ত এ ব্যাপারে যোগাযোগ রাখা;
  • ডিজাইনের প্রাথমিক লেআউট তৈরি করা;
  • প্রজেক্টের জন্য গ্রাফিক্স, অ্যানিমেশন কিংবা ডিজিটাল ফটোগ্রাফি ডিজাইন করা;
  • ক্লায়েন্টের বা প্রতিষ্ঠানের কাছে প্রাথমিক ডিজাইন উপস্থাপন করা;
  • প্রজেক্ট বা প্রতিষ্ঠানের সাথে ডিজাইনের সামঞ্জস্য বজায় রাখা;
  • প্রয়োজন হলে ডিজাইন এডিট করা;
  • কাজ শেষ হবার পর ক্লায়েন্টের কাছে মূল ডিজাইন হস্তান্তর করা।

একজন গ্রাফিক ডিজাইনার কোথায় কাজ করেন?

  • সরকারি প্রজেক্টে, যেখানে মার্কেটিং বা ভিজুয়াল রিপোর্টিংয়ের কাজ রয়েছে;
  • বেসরকারি প্রজেক্টে;
  • প্রাইভেট ফার্ম বা কোম্পানিতে, যেমনঃ বিজ্ঞাপনী সংস্থা;
  • ফ্রিল্যান্সিং।

Read More: ওয়েব ডিজাইনার দের ক্যারিয়ার !

Source: Google

Leave A Comment