Blog Details

  • Home
  • Blog
  • Blog
  • গুগলে ‘বেড়াজাল’ লিখে সার্চ করলে দেখা যাচ্ছে ব্রাজিলের ফুটবলের নানান তথ্য

গুগলে ‘বেড়াজাল’ লিখে সার্চ করলে দেখা যাচ্ছে ব্রাজিলের ফুটবলের নানান তথ্য

গুগল বেশিরভাগ সময়ই সার্চে সঠিক তথ্য দেখায়; কিছু কিছু ক্ষেত্রে গুগলে র অজানা বিষয়গুলোতে কাছাকাছি ফলাফলও দেখায়; তবে সম্প্রতি দেখা গেল বাংলা একটি শব্দের ফলাফলে সেটির অর্থই পরিবর্তন করে দিল গুগল;



সম্প্রতি গুগলে ‘বেড়াজাল’ লিখে সার্চ করলে দেখা যাচ্ছে ব্রাজিলের জাতীয় ফুটবল দলের আসন্ন ম্যাচগুলোর সময়সূচি ও সাপ্রতিক কিছু ম্যাচের ফলাফল দেখাচ্ছে গুগল; এর পাশাপাশি ব্রাজিলের জাতীয় ফুটবল দলের বিভিন্ন সংবাদের লিংক, খেলোয়াড়দের তালিকা ও পয়েন্ট টেবিলও আসছে সার্চের ফলাফলে;এছাড়া ওয়েব সংস্করণে ডান দিকে সংক্ষেপে ফুটবল দলটির সাধারণ তথ্যও দেখা যায়; মূলত কোনো দেশের জাতীয় ফুটবল দল সম্পর্কে সার্চ করলে এমন তথ্য দেয় গুগল;

সবচেয়ে মজার বিষয় হলো ইংরেজিতে ব্রাজিল সার্চ করে ফুটবল উল্লেখ না করলে ব্রাজিল ফুটবল দলের তথ্য দেখায় না; অথচ বেড়াজাল শব্দটি এককভাবে লিখলেও এসে পড়ে সেই তথ্য;



গুগলের নির্দেশিকা অনুযায়ী জানা যায়, গুগল তার ব্যবহারকারীর অবস্থান ও তার কাছে গুরুত্ব পায় এমন বিষয়ে গুরুত্ব দিয়ে থাকে; অর্থাৎ ব্যবহারকারী কী লিখেছেন, তার পাশাপাশি কী লিখতে চেয়েছেন, তা-ও বোঝার চেষ্টা করে গুগল;আর সব সময় গুগলের এলগরিদম যে শতভাগ কাজ করে না, তার প্রমাণ আগেও মিলেছে। তাই হয়তো গুগল অনুমান করে নেয়, ব্যবহারকারী ‘ব্রাজিল’ লিখতে চেয়েছেন তবে বানান ভুল করেছেন;

এছাড়াও গুগলের কাছে গুরুত্বপূর্ণ কোনো ওয়েবপেজে একই সঙ্গে বেড়াজাল শব্দটি এবং ব্রাজিল জাতীয় ফুটবল দলের তথ্য আছে; এছাড়াও এর অন্য একটি কারণ হতে পারে ফুটবলে ব্রাজিলের ভক্ত বাংলাদেশে অনেক বেশি; এক্ষেত্রে কখনো কখনো ভুল বানানেও তথ্য খোঁজার চেষ্টা করেন। তার চেয়ে বড় বিষয় সময়টা তো কোপা আমেরিকার;

 

Source: Google



Read More: ইন্টারনেটের গতিতে বাংলাদেশ সিরিয়া-উগান্ডার চেয়েও খারাপ

 

Leave A Comment