Blog Details

  • Home
  • Blog
  • Blog
  • কম্পিউটার কে নিরাপদ রাখবেন যেভাবে !

কম্পিউটার কে নিরাপদ রাখবেন যেভাবে !

কম্পিউটার কে নিরাপদ রাখবেন যেভাবে !



এখন ২০২১ সাল চলছে প্রযুক্তি যতটা উন্নত হচ্ছে নিরাপত্তা ও একদিকে তেমনি উন্নত হচ্ছে ; আবার ঠিক ততটাই দুর্বলও হচ্ছে; যদিও নিরাপত্তা নিয়ে আমাদের খুব একটা সময় নেই মাথা ঘামানোর; কারন আমরা ধরেই নিয়েছি অপারেটিং সিস্টেম গুলো খুবই শক্তিশালী হয়েছে যেন কোন ভাইরাসই কোনো ক্ষতি করতে পারে না; কথা পুরোংশে সত্য কিন্তু আমরা মিথ্যা করে ফেলেছি এই যে মহামারি করোনা চলছে কোভিড-১৯ নামক ভাইরাস ও আমরা নিজেরা দায়িত্ব নিয়ে ছড়িয়ে দিয়েছি;
ইন্টারনেট থেকে ক্রাক সকল সফটওয়্যার ডাউনলোড করার সময় উইন্ডোজের সিকিউরিটি আমাদের বারবার বাঁধা দিয়েছে আমরা সেটাকে ঘুম পাড়িয়ে ক্রাক ইন্সটাল করেছি কিন্তু কখনও ভাবিও নি এই ক্রাকের সাথে রয়েছে ম্যালওয়্যার সামান্য কিছু ফিচারস বেশি পাবার লোভে আমাদের সাধের ফাইলগুলো হুমকির মুখে ফেলছি; এইসব ট্রোজান আমাদের ফাইলগুলোকে ঘুম পাড়িয়ে দিতে যথেষ্ট;

তাই আমি বলবো অযাচিত স্পাম মেইল,আনপ্রোটেক্টেড ওয়েবসাইট থেকে ফাইল ডাউনলোড করা থেকে বিরত থাকবেন;



কম্পিউটার কে নিরাপদ রাখতে এই কাজ গুলো অবশ্যই করা উচিৎ-
Windows Security থেকে নিচের সবগুলো প্রোটেক্টর অন করে রাখুন কোন থার্ডপার্টি অ্যান্টিভাইরাস /রিমুভারের প্রয়োজন হবে না;
Windows Defender Security অন করতে Start মেনু তে গিয়ে লিখুন WIndows Defender সেখান থেকে Windows Security তে ক্লিক করুন; অথবা Windows+R একসঙ্গে প্রেস করে লিখুন windowsdefender: এর পর ওকে বাটনে ক্লিক করুন নিচের ছবির মত ড্যাশবোর্ড চলে আসবে এবার এক এক করে সবগুলো অপশন অন করে ফেলুন;



 

একই সঙ্গে উইন্ডোজ ফায়ারওয়্যাল অন করে রাখুন আশা করা যায় পাশাপাশি ইন্টারনেট জার্নিটা সেইফ হবে;

ফায়ারওয়্যাল অন করার জন্য Start মেনু তে গিয়ে লিখুন Firewall অথবা Windows+R একসঙ্গে প্রেস করে লিখুন firewall.cpl এরপর ওকে বাটনে ক্লিক করুন; নিচের চিত্রের মত ড্যাশবোর্ড আসবে এইবার বাম পাশে থাকা Turn windows Defender Firewall on or off  ক্লিক করে উইন্ডোজ ফায়ারওয়্যাল চালু করে রাখুন;
আর যদি কোন সন্দেহ জাগে সাথে সাথে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দিন এবং পিসি Restart দিন;
অ্যান্টি ম্যালওয়্যার দিয়ে স্ক্যান করে নিতে পারেন যদিও উইন্ডোজ সিকিউরিটির সাথে অ্যান্টি ম্যালওয়্যার অ্যাটাচ করাই থাকে!
 
ইন্টারনেটের দুনিয়ায়
Source: Microsoft

Leave A Comment