Blog Details

বনলতা তুমি অপরাধী

উৎসর্গঃ শ্রদ্ধেয় জীবনানন্দ দাশ

বছর কুড়ি পরে,
ধানের ছড়ার পাশে-
কার্তিকের মাসে
হৃদয়ে বেদনা-
চারিদকে অন্ধকারের পরেও
দেখতে চেয়েছিল তোমাকে।।
হয়তো তোমার দু’চোখ
খোঁজেনা তারে পৃথিবীর পরে
তবু সে অনেক ঘুরেছে বিম্বিসার অশোকের ধূসর জগতে
দু-দন্ড শান্তি পেয়েছিল
বছর কুড়ি পরে,
তোমার সাথে দেখা হবে বলে।।
আবারও আসতে চেয়েছিল ফিরে
বাবলার গলির অন্ধকারে অশথের জানালার ফাঁকে,
শ্রাবস্তীর কারুকার্য তোমার মুখটাকে ভালোবেসে
শুধু তোমাকেই ভালবেসে
বনলতা তুমি অপরাধী
তোমার হৃদয় আজ ঘাস
বাতাসের ওপারে বাতাস
আকাশের ওপারে আকাশ
দেওনি তুমি তাকে ভালবাসার এতটুকু আশ্বাস।।
দিনের রাতের ঢেউয়ে তোমার তরে
জেগে আছে তার জীবন
তবু চোখ তুলে তাকাওনি তুমি বনলতা সেন।।
বনলতা তুমি অপরাধী
পুরোনো পেঁচারা সব এসেছে বেরিয়ে
জীবনান্দকে এভাবে নিঃশ্বেস হতে দেখে।।
একদিন হয়তো আর খুজে পাবে না কুয়াশার মাঠে
সেদিন কি স্বান্তনা খুঁজবে??
সে শুধু বিস্ময়ে চেয়ে রবে অন্ধকার বিছানার কোলে।।
তোমার এ জীবনের ধার
ক্ষয়ে যাবে সেদিন সকল
বুকের পড়ে এসে পড়বে অশ্রুসজল
তুমিও কি চেয়েছিলে শুধু তাই
শুধুই তার স্বাদ?
তোমারে কি শান্তি দেবে?
বনলতা তুমি অপরাধী
তুমি কেন নিরব???????

বনলতা তুমি করিয়াছো কি
হাজার বছর হাটাইয়া
জীবনানন্দকে তবু দিয়েছো ছ্যাঁকা।।।।

Leave A Comment