Blog Details

নড়াইল এক্সপ্রেস

উৎসর্গঃম্যাশের সকল ভক্তদের

মোঃজোবায়ের হোসেন

নড়াইল এক্সপ্রেস

বল হাতে ছুটে চলে বেশ-

সারা গায়ে যার ইনজুরির রেশ।

বলে তার দুরন্ত গতী-

স্ট্যাম্প ভেঙ্গে জ্বলে উঠে লাল বাতি।

প্রতিটি উইকেটই যেন বিজয়ের উল্লাস ;

সকলের মনে আনে উচ্ছ্বাস।

ইনসুয়িং আউটসুইং কাটার মিডিয়াম অথবা স্লোয়ার-

প্রতিটি বলেই যেন নাটকীয় উত্তেজনা টানটান।

ছুড়তে গিয়ে বল কখনও বেঈমানী করে বসে পা-

নিস্তবদ্ধ হয় গ্যালারী,কান্নায় ভেঙে পড়ে ১৬ কোটি বাঙালী।।

তারপরও বল ছুড়ে কতনা-

প্রতিটি বলেই যেন দেশপ্রেম যার নেই তুলনা।

দলের বিপদে কখনও ব্যাট হাতে

চার ছক্কায় বল সীমানা পার করে।

অবাক তাকিয়ে ১৬ কোটি প্রান

স্লগ অভারে ম্যাশ আনবে তাদের মনের মত রান।।

ম্যাচের পর ম্যাচ যখন আসছিলো না জয়

অপেক্ষার অবসানে ম্যাশের হাতেই হলো শেষ পরিনয়।।

মনে যদি থাকে একান্ত বাসনা

বিজয় আসবেই ছিল তার চেতনা।।

নেতৃত্ব ব্যাট বল আর ফিল্ডিয়ে

ছুটে চলেন যিনি অদম্য গতীতে

কখনও শান্ত কখনও মেজাজে

কখনও চুল করে এলোমেলো

একে দেয় চুমু কপালে।।

অধিনায়ক হয়ে নয় শুধু সে

বন্ধু কিংবা বাবা হয়ে পাশে থেকেছেন সবসময় যে;

দলের আত্নবিশ্বাস বাড়াতে করেছেন

যখন প্রয়োজন ছিল যা।।

মনে মনে করেছি যা কল্পনা –

আজ যেন তা অবাধে দিয়েছে ধরা

শিরোপা যেন তার চোখেরই ইশারা।।

হঠাৎ এলে ভক্ত মাঠে

ফিরিয়ে দেন না তাকে বুকে না টেনে।।

কতজনই এলোগেলো কতজনই আসবে

তার মত ক্যাপ্টেন হবে না তো কেউ।।

ম্যাশ শুধু নয় একটি নাম

যার পরিচয় মিলবে না কবিতা কিংবা স্রেফ মিডিয়ায়।।

ম্যাশকে নিয়ে লিখলে সারাবেলা

শেষ হবে কলম খাতা

তবুও শেষ হবে না ম্যাশের গল্প কথা ;

ম্যাশ তুমি সত্যি মহান-

জয় করেছো ১৬ কেটি বাঙালীর মনঃপ্রান।।

এই কবিতা –

তোমার প্রতি ভালবাসার ক্ষুদ্র নিদর্শন।।

Leave A Comment