Blog Details

কৃষ্ণচূড়া​

বৈশাখী ঝড়েতে সবুজের আড়ালে,
লাল রঙে সাজিয়েছে সে নিজেকে ।
কল আর কাকলীতে,
মেতেছে ফুলের মেলাতে ।
কিসের এত সাজ তার
নজর যে হারায় সব লাজ ।।
সবাই বলে কৃষ্ণ মানে কালো,
তার মাঝে নেই তার কোন চিহ্ন ।
পথচারী কপত কপতী যুগল সবার নজর এড়ানো তার থেকে বড়ই দুঃসাধ্য।
মেঘাচ্ছন্ন আকাশে চরমতম দুপুরে,
চারদিকে ভেসে যায় ধূসর অন্ধকারে
বর্ষার বারিধারায় সে যেন
হয় আরো বেশি প্রাঞ্জল ;
সে যে কৃষ্ণচূড়া
ভালবাসার কৃষ্ণচূড়া;
তার প্রেমের আগুনে
মন নেচে যায় ফাগুনে
তা দেখে রাধাচূড়া ও যেন
উঠে হেসে আনমনে;
প্রকৃতিও বলে হেসে
প্রান মিলুক আজ প্রানে প্রানে
যার জন্য আজ জাগিল প্রেমের এ আগুন
তার দিকেই দৃষ্টি ;
সপিলাম নিজেকে দেহ মন ও প্রানে….;।।

Leave A Comment