Blog Details

টাকা

চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে
পৃথিবীর শুরু আর শেষ সবই যেন টাকার ধাবিতে-
মানুষের চিন্তা জ্ঞান ধারনা যুক্তি সবের মূলেই হল টাকা
এই টাকায় গড়ে দেয় ভেদাভেদ ধনী আর গরীবের ভাগ্য চাকা
এই টাকার জন্যই ভাইয়ে ভাইয়ে দ্বন্দ, সন্তারের দ্বারে পিতার প্রবেশ বন্ধ।।
যার আছে ১০ সে চাই ১০০ যার আছে শত সে চায় হাজার
সমাপ্তি নেই যেন আকাঙ্ক্ষার
সবাই ব্যস্ত মনোযোগী বাড়াতে এ অঙ্ক
এত এত পড়ালেখা এত শত ডিগ্রী সবাই টাকারই ফুলঝুড়ি
ভিক্ষুকেরও চাই ১০টাকা বাড়াতে অভিনয়ের মাত্রায়।।
কাওকে খুন করানোও যে টাকার কাছে অন্ধ নীতি ;
টাকায় বানাতে পারে মিথ্যা মামলার আসামী,কিংবা ঠান্ডা মাথার খুনি।।
লেখক সাহিত্যিক বিক্রি করে দেয় তার জ্ঞানের সবই
তার উদ্দেশ্যই থাকে টাকা,কাব্যিকতায় নয় কাউকে পরীবর্তন করা ;
টাকা না থাকলে পৃথিবী হতো শান্ত
থেমে থাকতো ট্রাম্প কিম জংয়ের ক্ষেপনাস্ত্র
থেমে থাকতো ইসরাইলের হুঙ্কার
ফিলিস্তিনের অসহায় আত্ন চিৎকার।।
এই টাকাই বানিয়ে দেয় মন্ত্রী মিনিস্টার
টাকাই বানিয়ে দেয় ফকির অসহায় ;
টাকায় করে দাঙ্গামা হাঙ্গামা টাকাই যত বিপত্তি;
টাকার জন্য গৃহত্যাগী টাকার জন্যই প্রবাসী।
সারাদিনের পরে রিকশাওয়ালা ডাল ভাতে সুখ খোজে রোজগারের টাকাতে;
মন্ত্রীরা রাস্তা মেরে সুখ খোজে টাকাতে;
টাকার জন্য ছিন্ন হয় আত্নিক কত শত বন্ধন
টাকার নেশায় বুঁদ দু’চোখ করে দেয় অন্ধ
ভালবাসাও বিক্রি হয় টাকায়।।
শরীরের হাড্ডি মাংশ কিডনি
সবইতে হার মানতে হবে এ যেন টাকার রীতি
হোক মুসলিম হোক হিন্দু হোক না সে বৌদ্ধ খ্রিস্টান টাকার তরে যেন সবাই সমান;
সময়ের সাথে সাথে পরিবর্তন হয় জৈবিক চাহিদার
শুধু রয়ে যায় ক্ষুধা টাকার ;
লক্ষ্য যেন স্থির একটাই নিদ্রা যেতে চাই টাকার বিছানায় ;
এই টাকায় মাধ্যম হয়ে কারো মুখে তুলে দেয় ফ্রাইড রাইস বিরিয়ানি
এ টাকায় না পেয়ে কেউ মুখে তুলে নেয় ডাস্টবিনের পানি.।।
ক্ষনে ক্ষনে বিদায় নেবে মানুষ, নিস্তবদ্ধ হবে পৃথীবি-
তবে এত এত সব টাকার হবে কী??

Leave A Comment