Blog Details

  • Home
  • Blog
  • Blog
  • বিশ্বের সবচেয়ে ধনী বিশ্ববিদ্যালয়ের নাম কি ? সম্পদের প্রতিমান কতো ?

বিশ্বের সবচেয়ে ধনী বিশ্ববিদ্যালয়ের নাম কি ? সম্পদের প্রতিমান কতো ?

যুক্তরাষ্ট্রের সবচেয়ে পুরনো বিশ্ববিদ্যালয় হার্ভার্ড বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী বিশ্ববিদ্যালয়। এর মোট সম্পদের পরিমাণ ৩৪ শতাংশ বেড়ে গত জুনের শেষে ৫৩ দশমিক ২ বিলিয়ন ডলার হয়েছে। আসুন জেনে নেয় -বিশ্বের সবচেয়ে ধনী বিশ্ববিদ্যালয়ের নাম কি ? সম্পদের প্রতিমান কতো ?

গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

আজ শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, প্রাইভেট ও পাবলিক মার্কেটে বিনিয়োগ হার্ভার্ডের আয় বৃদ্ধিতে সহায়তা করেছে।

 

বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা এটিকে একটি অসাধারণ বছর বলে উল্লেখ করেছেন।

এক বছর আগে, বৈশ্বিক করোনা মহামারির কারণে বাজার ব্যবস্থায় ধস নামায় হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ২০২০ সালের জুনে ৭ দশমিক ৩ শতাংশ মুনাফা করেছিল।

 

বিশ্ববিদ্যালয়ের প্রধান বিনিয়োগ কর্মকর্তা ও হার্ভার্ড ম্যানেজমেন্ট কোম্পানির (এইচএমসি) প্রধান নির্বাহী এন পি নারভেকার গণমাধ্যমকে বলেন, ‘ঝুঁকিপূর্ণ সম্পদে বিনিয়োগ করলে হার্ভার্ডের মুনাফা আরও অনেক বেশি হতো।’

 

তবে তিনি সতর্ক করে বলেছেন যে, প্রতি বছর এ ধরনের আয় নাও হতে পারে।

ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির আয় ৫৬ শতাংশ বেড়ে এ বছরের জুনে দাঁড়িয়েছে ২৭ দশমিক ৪ বিলিয়ন ডলার। ব্রাউন বিশ্ববিদ্যালয়ের আয় ৫২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬ দশমিক ৯ বিলিয়ন ডলার।

Source :- দ্য ডেইলি স্টার

আরো পড়ুন  ঃ-   বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের জীবনী ,মোট সম্পদ, শিক্ষা । 

Leave A Comment