Blog Details

  • Home
  • Blog
  • Blog
  • ভিপিএন কী? ভিপিএন কিভাবে কাজ করে? ভিপিএন কেন ব্যবহার করবেন?

ভিপিএন কী? ভিপিএন কিভাবে কাজ করে? ভিপিএন কেন ব্যবহার করবেন?

ভিপিএন কি সেটা সহজভাবে বোঝার জন্য প্রথমে ভিপিএন কি সেটাকে একটু সাইডে রাখি। আর নজর দেই আমাদের ইন্টারনেট কানেকশন কিভাবে কাজ করে তার উপরে!

ইন্টারনেট কানেকশন যেভাবে কাজ করে…

যখন আপনি ইন্টারনেটের মাধ্যমে কোন ওয়েবসাইট ভিজিট করার জন্য ঐ সাইটটির লিঙ্ক ব্রাউজারে প্রবেশ করান, প্রথমে ডোমেইন নেম থেকে আইপি অ্যাড্রেস খুঁজে বের করা হয়। আপনার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের একটি ডিএনএস (ডোমেইন নেম সার্ভার) সার্ভার রয়েছে, যেখানে সকল ডোমেইন নেমের একটি ডেটাবেজ থাকে। অবশ্যই শুধু কোন নেম ব্যবহার করে কোন ওয়েব সার্ভার কানেক্ট করা সম্ভব নয়, অবশ্যই আইপি অ্যাড্রেস খুঁজে পেতে হবে তবেই ওয়েব সার্ভারের সাথে কানেক্ট হওয়া সম্ভব।
তো আপনার প্রথম রিকোয়েস্ট’টি ডিএনএস সার্ভারের কাছে যায় আইপি অ্যাড্রেস খুঁজে পাওয়ার জন্য। তারপরে আইপি অ্যাড্রেস পেয়ে গেলে আপনার রিকোয়েস্ট আপনার আইএসপির(ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার) আইপি এবং ফায়ারওয়াল অতিক্রম করে তবেই ইন্টারনেট সার্ভারের কাছে গিয়ে পৌছায়। এখন যদি আপনার আইএসপি কোন সাইটের নেম বা আইপি অ্যাড্রেস ব্লক করে রাখে, সেক্ষেত্রে আপনার রিকোয়েস্ট ঐ ওয়েব সার্ভারের কাছে পৌঁছানোর পূর্বেই আইএসপির ফায়ারওয়াল আপনার রিকোয়েস্টকে ফিল্টার করে ব্লক করে দেবে। এখন কিন্তু শুধু আইএসপিই সাইট ব্লক করে রাখে না, অনেক সময় ঐ ওয়েবসাইট’টিও আপনার লোকেশনকে ব্লক করে রাখে। যেমন আপনি যদি বাংলাদেশ থেকে নেটফ্লিক্স ভিজিট করেন ,সেক্ষেত্রে আপনাকে কখনোই পরিষেবা প্রদান করা হবে না, কেনোনা নেটফ্লিক্স সার্ভার আপনার জিও লোকেশন ব্লক করে রেখেছে।

এখন প্রশ্ন হচ্ছে, ভিপিএন কিভাবে যেকোনো সাইট আন-ব্লক করতে পারে? —

পূর্বে কি হতো, আপনার কম্পিউটার থেকে ডাইরেক্ট রিকোয়েস্টে গিয়ে আইএসপি কম্পিউটার হয়ে তারপরে ওয়েব সার্ভারে পৌঁছাতো। কিন্তু ভিপিএন(ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক) ব্যবহার করলে, আপনার কম্পিউটার প্রথমে আইএসপির সাথে কানেক্ট হবে কিন্তু এরপরে ভিপিএন সার্ভারের কাছে সকল রিকোয়েস্ট যাবে, ভিপিএন সার্ভার হয়ে তারপরে সেটা ওয়েবসাইট সার্ভারের কাছে রিকোয়েস্ট পৌঁছাবে।
আগে যেটা হতো, যে আইপি গুলো আইএসপি থেকে ব্লক ছিল সেগুলোতে অ্যাক্সেস করা যেতো না, কিন্তু ভিপিএন ব্যবহার করার পরে যেকোনো আইপি অ্যাক্সেস করা যায়, কেনোনা ঐ আইপিতে রিকোয়েস্ট সরাসরি আইএসপির মাধ্যমে করায় হয় না! আপনার আইএসপি শুধু মাত্র ভিপিএন আইপির সাথে কানেক্টেড থাকবে, কিন্তু এক প্রাইভেট সুরঙ্গ দিয়ে আপনি আর ভিপিএন সার্ভারের মধ্যে কোন ফাইল বা কোন সাইট অ্যাক্সেস করবেন সেটা আইএসপি বুঝতেই পারবেনা। কেনোনা সকল ডাটা গুলো এনক্রিপশন করে ট্র্যান্সমিট করা হয়, ফলে আপনার
আইএসপি শুধু দেখতে পাবে আপনি ভিপিএন এর সাথে কানেক্টেড রয়েছেন, কিন্তু এর ভেতর দিয়ে আপনি কি করছেন সেটা পড়া সম্ভব নয়।
আবার ওয়েব সার্ভারের কাছেও ভিপিএন আইপি থেকে রিকোয়েস্ট যায়, ভিপিএন সার্ভার পৃথিবীর যেকোনো দেশে অবস্থিত থাকতে পারে, আপনি যদি ইউএসএ সার্ভার ব্যবহার করেন, সেক্ষেত্রে বাংলাদেশের যেকোনো ব্লক থাকা সাইট আন-ব্লক হয়ে যাবে। ওয়েব সার্ভার নিজেও আপনার সঠিক জিও লোকেশন পাবে না।
চলুন আরো ব্যাস্তব উদাহরণ দেওয়ার মাধ্যমে ভিপিএন টার্মটিকে খোলাসা করার চেষ্টা করি। মনে করুণ, আপনার বাসা থেকে আপনার বাজারে যাওয়া নিষেধ (যেমন আইএসপি যেকোনো সাইট ব্লক করে রাখে), তো অবশ্যই বাসা থেকে বেড়োনোর আগে আপনার অভিভাবক আপনাকে দেখে ফেলবে এবং আপনাকে আটকিয়ে দেবে।
কিন্তু আপনার ভাইয়ের বাসা থেকে বাজারে যাওয়ার অনুমতি রয়েছে, তো আপনি যদি ভাইকে বাজার থেকে কিছু জিনিস আনতে বলেন সে সহজেই বাজারে গিয়ে আপনাকে এনে দেবে। যদি সে কৌশলে সিক্রেট প্যাকেটে (যেমন ভিপিএন এনক্রিপশন ব্যবহার করে ডাটা ট্র্যান্সমিট করে) আপনাকে জিনিসটি এনে দেয়, তাহলে আপনার অভিভাবকও বুঝতে পারবে না, আপনাকে কি এনে দিলো!
আবার মনে করুণ, আপনার বাসা থেকে তো বের হওয়া যাবে, কিন্তু মার্কেটের নির্দিষ্ট দোকানদার আপনাকে দোকানে যেতে নিষেধ করেছে (যেমন- যেকোনো ওয়েবসাইট আপনার লোকেশন বা আইপি ব্লক করে রেখেছে) , কিন্তু আপনার ঐ দোকান থেকেই জিনিস দরকার, তাহলে কি করবেন? এখানেও আপনার ভাইকে পাঠিয়ে দিতে পারেন, অবশ্যই আপনার ভাইকে দোকানদার কিছু বলবে না, এবং আপনি ঐ জিনিসটি পেয়ে যাবেন। তো এখানে ভিপিএন ঠিক আপনার ভাইয়ের মতোই কাজ করে।
Study Lights

Leave A Comment